চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

১৭ মার্চ, ২০২১ ০১:০৫  
মঙ্গলবার থেকে চট্টগ্রামের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলো ঢাকার বাইরে প্রথম সাইবার ট্রাইব্যুনাল। বিচারক নিয়োগের গেজেট প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম। ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসানকে। ফলে তার নেতৃত্বেই চলবে চট্টগ্রাম বিভাগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সংঘটিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিতের কার্যক্রম। এদিকে একে একে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও শুরু হচ্ছে এই কার্যক্রম। এর আগে সাত বিভাগের পৃথক সাইবার ট্রাইব্যুনালের জন্য এরই মধ্যে ৭টি পদ সৃজন করা হয়। বিচারক নিয়োগের পাশাপাশি এই ট্রাইব্যুনালের জন্য ইতোমধ্যেই একজন করে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেঞ্চ সহকারী, আউটসোর্সিং গাড়িচালক, আউটসোর্সিং জারিকারক, আউটসোর্সিং পদ এমএলএসএস নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালে গাড়ি, কম্পিউটার ও ফটোকপিয়ার মেশিন সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। টেলিফোন, অনলাইন এবং ই-মেইল হ্যাকিং-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের জন্য সরকার ২০১৩ সালে একটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে ঢাকার আদালতে স্থাপিত সাইবার ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) দায়ের করা মামলার বিচারকাজ চলছে। সাইবার ট্রাইব্যুনাল আইনের-২০০৬-এর বিধানের আলোকেই এসব ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, অনলাইনে মিথ্যা ও গুজব রটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এবং ৫৭ ধারায় মামলার দ্রুত বিচার শেষ করতে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ছাড়া মানহানিকর তথ্য প্রকাশ, মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, অনুমতি ছাড়াই ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিচার হবে এই ট্রাইব্যুনালে।